|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর ধামইরহাটে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ মাদক দ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক কারবারি গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।
বুধবার( ২- আগষ্ট ) সকাল ৭টায় উপজেলার উপজেলার জাহানপুর ইউনিয়নের নানইচ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল এমকেডিল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতারা হলো, গোফফার সোনার উপজেলার লক্ষনপাড়া এলাকার ও রোকসানা,জালালপুর থানা বদলগাছির বাসিন্দা।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানইচ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল এমকেডিল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ধামইরহাট উপজেলার আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বেচা কেনা করে আসছিল।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম তিনি জানান,আসামি গাফফারের বিরুদ্ধে মাদক মামলায় ২টি জিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.