|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে অসুস্থ্য শিশুর চিকিৎসা সহায়তা দিলেন জিহাদ মন্ডল।
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের কুলিপট্টি (তুরিপাড়া) রেলওয়ে বসতিতে বসবাস করা গরীব ও অসহায় তপন-পুস্পর একমাত্র সন্তান আনন্দ সিং চির রুগী। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তার থ্যালাসেমিয়া রোগ হয়েছে। যে রোগের একমাত্র চিকিৎসা প্রতিমাসে শরীরে এক ব্যাগ রক্তের প্রয়োজন।
আনন্দ ও তার ২’বোন হাসি-খুশি জমজ। আনন্দের মা পুস্প রানী সিং অন্যের বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করে বাবা তপন সিং অন্যের রিক্সা ভাড়ায় চালায়। বাবা-মার আয়ে ৫ সদস্যের সংসার খুব কষ্টে চলে তার উপর প্রতিমাসে রক্তের টাকা যোগানো দূরহ ব্যাপার। ”অসুস্থ্য সন্তান নিয়ে অসহায় বাবা-মা” এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়।
পাঁচবিবি উপজেলা আ,লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডলের দৃষ্টিতে আসে।
পরে তিনি পরিষদের গ্রাম পুলিশের মাধ্যমে অসহায় পরিবারটিকে তার পরিষদে ডেকে নেয়। এসময় তিনি আনন্দর চিকিৎসার খরচ বাবদ নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন। পরবর্তীতেও যোগাযোগ রাখতে বলেন মানবিক এ চেয়ারম্যান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.