|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শত্রুতার জেরে কলাগাছ কর্তন
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৩
নাটোরের ছাতনী এক কৃষকের ২৫০টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার(৩০ জুলাই) সকালে উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদিঘা মধ্যে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় মাঝদীঘা মধ্যে পাড়া গ্রামের মৃত-আহাদ আলী শাহ’র ছেলে ভুক্তভোগী কৃষক মোঃইউনুছ আলী শাহ,অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
কৃষক মোঃইউনুছ আলী শাহ জানান,‘পূর্ব শত্রুতার জেরে আমার আপন ভাই কোরবান ও শাহাদাৎ,তার ১০-১২জন নিকট আত্বীয়-স্বজন মিলে সোমবার সকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক মাঝদিঘা ২৫ নং মৌজায় অবস্থিত তাদের লিজ নেওয়া ৬ বিঘা জমিরতে একটি পুকুর ও পুকুরের পাড়ে থাকা ২৫০টি কলাগাছ কর্তন করে।এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।সব মিলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।বাগান থেকে কলাগাছ কর্তনের পর বাগানের আশপাশের বিভিন্ন গর্তে গাছ গুলো ফেলে রেখে যায় অভিযুক্তরা।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন
তারা।
এবিষয়ে অভিযুক্ত কোরবান ও শাহাদাৎ কলাগাছ কর্তনের কথা অস্বীকার করে বলেন,ওই জমিটা আমাদের।ইতিপূর্বে আমরা ওই জমি লিজ দিয়েছিলাম।
কিন্তু লিজের টাকা সময় মতো না দিতে পারায়।আমরা পুকুর ও পুকুরের পাড়ে থেকে কলাগাছ দখল নেয়।ইউনুছ লিজের টাকা না দিয়ে জোরপূর্বক পুকুর ও
কলাগাছ জোর করে দখল নিতে চাইছে।
মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানির চেষ্টা চালাচ্ছে তারা।আমাদের ভাগি শরীকদের ওই জমি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাছিম আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.