|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিশ হাজার গাছের চারা বিতরণ
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৩
কমল পাটোয়ারি,মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে চট্টগ্রাম জেলায় ২৩ লাখ বৃক্ষরোপণে অংশহিসেবে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদে বিশ হাজার চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিউল আজম, ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সদস্য সাইফুদ্দিন মাসুক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য এমরানুল হক, ইউপি সদস্য আলতাফ ও আজিজুল হক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।চেয়ারম্যান সোনা মিয়া বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ নিধন বন্ধ করা এবং বৃক্ষরোপণ জোরদার করার প্রতি সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.