|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় প্রথম দিনই ”ভূমিহীন ও গৃহহীনদের” ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোলাম মওলা
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৩
নবাগত জেলা প্রশাসক নওগাঁয় যোগদানের প্রথম দিনই, নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও উপকার ভোগী মানুষের সার্বিক খোঁজখবর নেওয়া সহ ও ফলজ বৃক্ষ রোপন করেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত নওগাঁর জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ আফেলাতুন নেছা প্রমূখ।
পরিদর্শনের সময় নওগাঁ জেলা প্রশাসক উপকার ভোগীদের কোন সমস্যা আছে কিনা জানতে চাইলে তারা বলেন, আমরা ঘর পেয়ে খুশী, আমাদের কোন সমস্যা নেই। আমরা নতুন জীবন ফিরে পেয়েছি, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। জেলা প্রশাসক উপকার ভোগীদের সুবিধার্থে চলাচলের রাস্তা পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা ও তাদের মধ্যে প্রতিবন্ধি ও অসুস্থ্য থাকায় তাদের হুইলে চেয়ার ও চিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলে উপকারভোগীদের জানান।
এসময় উপকারভোগীদের বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ করেন জেলা প্রশাসক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.