|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, গ্রেফতার ৫
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৩
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব -৬ সদস্যরা সুন্দরবন থেকে অপহৃত ১৪ জেলেজনকে উদ্ধার
ও পাঁচ অপহরণ কারীকে আটক করেছেন।
খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে
তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে,কর্নেল মোঃ ফিরোজ কবির।
গ্রেফতাররা হলেন-সঞ্জয় বাইন (৩৪) মোঃ গাউস
(৩০)মঞ্জুআরা বেগম ময়না (৩৪) মোঃআলআমিন হাওলাদার (২৮)ও রবিউল হাওলাদার (৩৩)।
লে,কর্নেল মোঃফিরোজ কবির বলেন গত ২৩ জুলাই খুলনা জেলার দাকোপ থানার গ্রহীন সুন্দরবনের ভিতরে ভদ্রা নদীর টগিবগী খালের ওপর জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় বনদস্যুরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরন করে।
তাদেরকে গহীন বনে নিয়ে নির্যাতন করে এবং মোবাইল ফোনে জেলেদের পরিবারের কাছে ফোন দিয়ে দুইলাখ টাকা মুক্তিপণ দাবি করে।টাকা নাদিলে জেলেদের খুনকরে মরদেহ গুম করবে বলে
হুমকি দেয় তারা। স্বজন হারনোর ভয়ে জেলেদের পরিবারের লোকজন টাকাদিতে রাজি হন।
অপহরণকারিরা তাদের কে একটি বিকাশ নম্বর দেয় এবং দ্রুত টাকা পাঠাতে বলে।জেলেদের স্বজনরা ওইদিন বিকালে সর্বমোট ৭০ হাজার টাকা মুক্তিপণ বাবদ অপহরণকারিদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।
পরবর্তীতে ভিকটিম জেলেদের পরিবারের
সদস্যরা র্যাব -৬ খুলনাকে অপহরণের বিষয়টি অবহিত করলে র্যাবের একটি দল অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।অভিযান চলাকালে গত তিনদিনে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে বনদস্যুদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়কৃত ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু করে বনদস্যুদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.