|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিবনগর ইউনিয়নে ৮ মেধাবী শিক্ষার্থীদের পেল বাইসাইকেল
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৩
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদে মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার ৩১ জুলাই দুপুর তিনটায় শিবনগর ইউনিয়ন পরিষদ চত্বরে
২০২২-২০২৩ অর্থ বছরের উন্নয়ন ফান্ড থেকে মেধাবী অসহায় ৮জন শিক্ষার্থীদের মাঝে এই বাই সাইকেল বিতরণ। বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মীর মোঃ আল কামাহ তমাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। আলোচনা সভা শেষে মেধাবী অসহায় শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার অধিকারী,অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিলীপ কুমার, সদস্য নুরুল ইসলাম নুরু, মহিলা সদস্য মঞ্জুয়ারা বিউটি,শিবনগর ইউনিয়নের বিট অফিসার এস.আই আরিফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অনন্য সদস্য বৃন্দ,গ্রাম পুলিশগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কাম-কম্পিউটার অপারেটর মোঃ মেহেদী হাসান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.