|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি’র ছাত্রী ”রিদিলা রহমান ইফসি” দেশসেরা ২০২৩ নির্বাচিত
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৩
জাতীয় শিশু প্রতিযোগীতায় দেশসেরা নির্বাচিত হলেন নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি'র ছাত্রী রিদিলা রহমান ইফসি।
সে নওগাঁর সুনামধন্য ''নৃত্যাঞ্জলি একাডেমির'' নিয়মিত ছাত্রী এবং নওগাঁর পাশ্ববর্তী বগুড়া জেলাধীন সান্তাহার শহরের দুলাল হোসেন ও রুপালি বেগম এর মেয়ে।শুক্রবার ২৮ শে জুলাই ঢাকা শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ - ২০২৩ ইং তে' অংশ গ্রহণ করে রিদিলা রহমান ইফসি জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগ থেকে (খ) গ্রুপ লোক নৃত্যে বাংলাদেশের মধ্যে ১ম' স্থান অর্জন করেন। আর ১ম' স্থান অর্জণের মধ্যেদিয়ে রিদিলা রহমান ইফসি দেশ সেরা নির্বাচিত হোন।এব্যাপারে নওগাঁর ''সুনামধন্য নৃত্যাঞ্জলি একাডেমির'' পরিচালক মোঃ শহিদুল ইসলাম সেলিম প্রতিবেদক কে জানান, আমার ছাত্রী রিদিলা রহমান ইফসি জাতীয় শিশু প্রতিযোগীতায় দেশ সেরা নির্বাচিত হয়েছেন, রিদিলা রহমান ইফসি আমাদের গর্ব, একই সাথে আমি সহ নৃত্যাঞ্জলি একাডেমি পরিবারের সবাই আমরা রিদিলা রহমান ইফসি ১ম' স্থান অর্জণ করায় তথা দেশ সেরা নির্বাচিত হওয়ায়
আনন্দিত বলেও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.