|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরের তিন মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক শাকিল আহমেদ
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৩
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (৩০ শে জুলাই) রবিবার দুপুর ১টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মানিত জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ বিরামপুর উপজেলায় একসাথে জন্ম নেওয়া তিন ভাই বোন ২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ -৫ পেয়েছে, এই তিন ভাইবোন মেধাবী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের লেখাপড়ার কোন প্রকার সমস্যা যেন না হয় সে বিষয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সার্বিক সহযোগিতা গ্রহণ করা হবে এই মর্মে আশ্বস্ত করেন।
জানাযায়, এই তিন মেধাবী শিক্ষার্থী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জোহানেস মুর্মুর ছেলে লাসার সৌরভ মূর্মু ও দুই মেয়ে মেরি মৌমিতা মুর্মু, মারতা জেনিভিয়া মুমু', এ বছর তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.