|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৩
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর কারাগারে ৫৫ বছর বয়সী রুহুল আমিন নামে এক হাজতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) সকালে তিনি মারা যান। এর আগে রাত সাড়ে ৪ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রুহুল আমিন কমলনগর উপজেলায় শাইখ আহমেদের ছেলে। তার হাজতি নং ২৩৪০/২৩।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুলাই রামগতি থানায় দায়েরকৃত একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। শনিবার রাতে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন হাজতি রুহুল আমিন। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে রামগতি থানায় ৪২০ ধারায় মামলা ছিল।
প্রত্যক্ষদর্শী একজন রোগী জানায়, অসুস্থ হাজতীকে হাসপাতালে দেখে মনে হয়েছে তাকে কোনভাবে নির্যাতন করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, প্রচন্ড বমিজনক অসুস্থতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার রক্তচাপ স্বাভাবিক ছিলনা।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, হঠাৎ অসুস্থ হওয়ায় হাজতি রুহুলকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.