|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
র্যাবের অভিযানে মাদক সহ ব্যবসায়ী আটক করা হয়েছে
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০’পিস ইয়াবা সহ ছামিরুল ইসলামকে (২৪) আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। গতকার বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মাথখুর এলাকা থেকে ছামিরুলকে আটক করলেও জীবন নামের এক মাদক ব্যবসায়ী পারিয়ে যায়। ছামিরুল উপজেলার মাথখুর এলাকার আব্দুল মাজেদের ছেলে এবং পলাতক জীবন একই এলাকার রমজান আলীর ছেলে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম বলেন, ইয়াবা সহ আটক ছামিরুল ও পলাতক জীবন মিয়া দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য সীমান্ত থেকে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ছমিরুলকে ৪’শ পিস সহ আটক করলেও সুকৌশলে জীবন পালিয়ে যায়। পরে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলায় ছমিরুলকে সোর্পদ করা হলেও একই মামলায় জীবনকে পলাতক দেখানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.