|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফ্রেন্ডস জোন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মো:সানজিদ মজুমদার সাধারন সম্পাদক লিখন ঘোষ
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩
মো: আতাউররহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি):
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।
নবগঠিত কমিটিতে মো:সানজিদ মজুমদারকে সভাপতি ও লিখন ঘোষকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন নিরব, সহ-সভাপতি আশিকুর রহমান, রেহাম নাঈম,শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনতিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাহিম নিরব ও শাখাওয়াত বাবু, দপ্তর সম্পাদক নাহিদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক মো: রকিব,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, সহ অর্থ বিষয়ক সম্পাদক ফয়সাল খাঁন,প্রচার বিষয়ক সম্পাদক, সরকার সিফাত, সহ প্রচার বিষয়ক সম্পাদক তাকি উসমান ও সামিয়া রহমান, তথ্য বিষয়ক সম্পাদক অন্তর রায়,সহ তথ্য বিষয়ক সম্পাদক তৌসিফ আলিফ,ক্রীড়া সম্পাদক উদয় হোসেন ও সহ ক্রীড়া সম্পাদক মারুপ হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক তাহসান সোহাগ ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবিদ,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আহমেদ ফয়সাল, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুন্না খান,সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার ও সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এবং অন্যান্য সদস্যরা হলেন, তানু বিহান জুঁই, হাসান সোহাগ,আদিল ইমন,রাসেল খাঁন,ইমাম হাসান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ বলেন, "সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে। এছাড়াও শিক্ষা ও ভিক্ষা মুক্ত থেকে স্বাবলম্বী হওয়া যায় ব্যাপারটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।"
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.