|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরের আদর্শ স্কুল এসএসসি’র ফলাফলে বরাবরের মতো সেরা
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিরামপুর আদর্শ হাইস্কুল হতে ১১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতভাগ। ইতোপূর্বেও অত্র বিদ্যালয় ২০১১ ইং সাল হতে এসএসসি পরীক্ষায় ফলাফল এবং মেধাবৃত্তি প্রাপ্তিতে শিক্ষাবোর্ডে ও দিনাজপুর জেলায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয়টির ধারাবাহিকভাবে ভাল ফলাফলের মূল কারণ শিক্ষক শিক্ষিকাগণের একাগ্রতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকগণের সহযোগিতা বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোকছেদ আলী চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, আল্লাহ তাআলার খাস রহমাত, দক্ষ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের শিক্ষার্জনে অধ্যাবসায় ও পরিচালনা কমিটির অব্যাহত এবং সার্বিক তত্ত্বাবধানে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বিরামপুর উপজেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় হতে ১৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। পাসের শতকরা হার ৮৬.৭১। কাটলা হাইস্কুল হতে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। পাসের শতকরা হার ৮২। উপজেলা কলেজিয়েট উচ্চবিদ্যালয় হতে ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। পাসের শতকরা হার ৮৭.৫০। শিবপুর হাইস্কুল হতে ১০২ জন অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন। পাসের শতকরা হার ৯১.১৮। হাবিবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় হতে ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাসের শতকরা হার ৯৫.৫৯।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় মুকুন্দপুর ফাযিল মাদরাসা হতে ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের শতকরা হার ৯০.০১। বিজুল দারুল হুদা কামিল মাদরাসা হতে ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাসের শতকরা হার ৮৬.৮৯।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.