|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধামইরহাটে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও ছাত্রলীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৩
নুর সাইদ ইসলাম:
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪-টায় ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভের সভাপতিত্বে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অভিষেক ও ২১৪ জন এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভপতি ও নওগাঁ ৪৭-২,নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ এসএম আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন মৃদু, নওগাঁ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব পান্নু ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন বাবুসহ নবগঠিত কমিটির সকল সমস্যা ও পাত্র কলেজের সকল শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
নুর সাইদ ইসলাম
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.