|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইল বাজারে হোটেল ফার্মেসীতে হামলা প্রকাশ্যে দিবালোকে দেয়াল ভেঙ্গে ৫লাখ টাকার ক্ষতি সাধন
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৩
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল বাজারে বুধবার (২৬ জুলাই) সকালে প্রকাশ্যে দিবালোকে পুরহরি কান্দাপাড়া গ্রামের মৃত আতাব উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও কিছু কুচক্রির ইন্দনে ২০/২৫জনের একটি কথিত সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আচারগাঁও ঝাউগড়া গ্রামের মোঃ আতাউর রহমানের স্ত্রী মোছাঃ রওশনারা রহমান ও তার পুত্র মেহেদী হাসানুর রহমানের মালিকাধীন সুমী হোটেল ও ডাক্তার কামরুজ্জামানের ঔষধের ফার্মেসীতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ৫লাখ টাকার ক্ষতি সাধন করেছে। একই সাথে পুর্ব-পশ্চিম দিকে ৭৫ ফুট লম্বা ও ১০ ফুট উচ্চতা পাকা দেয়াল ভেঙ্গে মাটিতে ঘুড়িয়ে দিয়েছে। মোছাঃ রওশনারা রহমান কর্তৃক থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, তার স্বামী মোঃ আতাউর রহমান পুলিশের চাকুরীরত থাকায় তিনি সন্তান সহ ঢাকায় অবস্থান করেন। সুমি হোটেল ও ফার্মেসী তিনি ভাড়া দিয়েছেন। তার এখানে প্রায় ৮ শতাংশ ভূমি রয়েছে। উক্ত জমিতে দেলোয়ার হোসেনের কোন সত্ব না থাকা সত্বেও উক্ত জমিতে আংশিক দখল নেওয়ার জন্য প্রকাশ্যে দিবালোকে এই হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন ও ভাংচুর করেছে। নান্দাইল বাজারে প্রকাশ্যে এধরনের হামলার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, উক্ত ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপর দিকে জমির মালিক রওশনারা রহমান তার জমিতে প্রবেশ সহ ভাংচুরকৃত দেয়াল ও দোকান পাট পুনঃ নিমার্ণে পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ নিয়মিত মামলা ও আসামীদের গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.