|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হারানো বিজ্ঞপ্তি-মূলপ্রশংসা পত্র ,মার্কশিট,জন্মনিবন্ধন,এডমিটকার্ড,ল্যাপটপ কম্পিউটারসহ কাগজপত্র হারানো গিয়েছে
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৩
হারানো বিজ্ঞপ্তি
আমি মো. তাহমিদুজ্জামান পিতা-মো: মনিরুজ্জামান, মাতা- মোছা: সুলতান পারভিন জাতীয় পরিচয়পত্র নং ৪২২৫৭৩২২৩১, গ্রামস্থ স্থায়ীত্ব ঠিকানা গ্রাম:চুনিয়াগাড়ী, ইউনিয়ন/ ওয়ার্ড: চন্ডিপুর ইউ.পি নং ৯ , থানা নওগাঁ,জেলা নওগাঁ।
নওগাঁ সদর মডেল থানায় এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, আমি গত ২৫/০৭/২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় বাড়ি হতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাতনামা রিক্সা যোগে নওগাঁ সদর মডেল থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড আশেপাশে আমার একটি খয়েরী রংয়ের ব্যাগ পড়ে যায়।
উক্ত ব্যাগে থাকা আমার (১) PH pavilion ল্যাপটপ কম্পিউটার, (২) দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর এর বিজ্ঞান বিভাগ হতে পাশ করা এস.এস.সি পাশের মূল প্রশংসা পত্র, যাহার ক্রমিক নং- ২০২০০০৩০১, রোল: নং- ২২৭৮৯৫ , রেজিঃ নং- ১৭১৭৭৫১০৩০, (৩) এস.এস.সি পাশের মূল মার্কশিট যাহার ক্রমিক নং-০০৫২৮৬৮, রোল: নং- ২২৭৮৯৫, রেজিঃ নং- ১৭১৭৭৫১০৩০ ,(৪) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মাহাবুব সেনানিবাস, পার্বতীপুর দিনাজপুর হতে এইচ.এস.সি পাশের মূল প্রশংসা পত্র যাহার ক্রমিক নং- ১৫২০৭১, রেজিঃ নং- ১৭১৭৭৫১০৩০,(৫) এইচ এস সি পাশের মূল মূল মার্কশিট যাহার রোল: নং-১৫২০৭১ , রেজিঃ ১৭১৭৭৫১০৩০, (৬) জন্ম নিবন্ধন মূল কপি যাহার নং- ২০০৩৭৩২৭৫০০১৩১৫৬৮, জন্ম তারিখ:- ০২/০৮/২০০৩, (৭) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তির মূল এডমিট কার্ড রোল: নং- ২৩১০৭২২৩, নওগাঁয় উল্লেখিত সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খোঁজি করিয়া উহার কোন সন্ধান পাই নাই। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় ২৫/০৭/২০২৩ ইং জিডি করা হয়েছে, যার নং-২০৪১।
কোন সহোদয় ব্যাক্তি যদি উক্ত খয়েরী রংয়ের ব্যাগটিসহ ল্যাপটপ কম্পিউটারসহ সার্টিফিকেট গুলি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং-০১৭১১-২০৮২২৪।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.