|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৩
মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পিছিয়ে পড়া, দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা অপকার আয়োজনে ১৬ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অপকা সমৃদ্ধি কর্মসূচীর প্রধান সমন্বয়কারী রিফাত আহমদ, উপজেলা প্রোগ্রাম অফিসার প্রতাপ বনিক, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা রাহুল কর্মকার, মনোয়ারা বেগম, শিক্ষা সুপারভাইজার সফি উদ্দিন প্রমুখ।
এসময় শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বর্ণা ভৌমিক, অমিত দে মোঃ আমজাদ হোসেন তুহিন, চিনা কুমার ত্রিপুরা, সায়েম বাবু ত্রিপুরা, জয়া রাণী ত্রিপুরা, শান্তা ত্রিপুরা, ফারজানা আক্তার নূপুর, আরাফাতুল ইসলাম সাব্বির, ইফতেখার আহম্মেদ তারেক, সাদিয়া জামান, ববিতা রাণী ত্রিপুরা, অন্তরা রাণী নাথ, সীমা রাণী ত্রিপুরা, তমা রাণী দাস।
এসময় প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, গরীব অসহায় মেধাবী শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার আলোয় আলোকিত মানুষ হওয়ার জন্য গত দুই বছর ধরে শিক্ষা বৃত্তি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে পিকেএসএফ ও উন্নয়ন সংস্থা অপকা। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.