|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৩
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র প্রান্ত মিত্র কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬জুলাই)২৩ইং তারিখ সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব প্রঙ্গনে ফরিদপুর জেলা,শহর ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উক্ত মানববন্ধনে বক্তরা বলেন, গত মঙ্গলবার রাতে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে নির্মম ভাবে খুন হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)। তারি পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানায়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে করা হবে বলে জানায়।
বক্তারা আরো বলেন, ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে। এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। এবং অপরাধীদের সঠিক বিচারের মাধ্যম শাস্তি দিয়ে ফরিদপুরে শান্তি ফিরিয়ে আনতে হবে। আমরা চাই ফরিদপুর আর কোন মায়ের বুক খালি না হয়।
এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদের জেলা, শহর উপজেলা শাখার নেতৃবৃন্দ,ননি গোপাল রায়, তাপস সাহা, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সুকেশসাহা, সিতাংশু মিত্র কিংকর, শংকর সাহা, বাবুরাম কর্মকার, ডাক্তার প্রকাশ সরুপ অপু, শ্যামল কর্মকার, অশোক রাহুত বাপন, অজয় রায়, উৎপল দত্ত, অ্যাডভোকেট তুষার দত্ত, অমিত বিশ্বাস, সুখেজ সাহা সহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.