|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর ধামইরহাটে হান্ড্রেড হিরোদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপির আয়োজনে হান্ড্রেড হিরোদের সন্মাননা প্রদান অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে ধামইরহাট এপির এরিয়া পোগ্রাম ম্যানেজার মি. মানুয়েল হাসদার সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ও শিশু সুরক্ষা, মাদক বিরোধী, বৃক্ষ রোপণ, রক্তদান ও বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেচ্ছাসেবী মূলক কাজের জন্য একশত জন হান্ড্রেড হিরোদের মাঝে সন্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মিস. সাবিনা এক্কা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র পোগ্রাম অফিসার মি. ডেনিস তপ্ন, নাথান কুমার চৌকিদার, মুকুল বৈরাগী, শ্যামল কুমার মন্ডল, জুনিয়র পোগ্রাম অফিসার শারমীন আক্তার শুরভী, রোজলিন মিতু কোরাইয়া, উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল ও ৪টি ইউনিয়ন থেকে আগত ২০০ জন শিশু ও যুবকসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.