|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মান্দায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠির ২৩৮ পরিবারের মাঝে ২০ টি হাঁস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৩
নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ করা হয়েছে।
আজ সমবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিনপ্রামাণিক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোতম কুমার মহন্ত, মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিন, প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে ক্ষুদ্র-নৃ গোষ্ঠির ২৩৮ পরিবারে প্রত্যেক পরিবারের মাঝে ২০টি করে মোট ৪ হাজার ৭শত ৬০ টি হাঁস বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.