|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ্ মতবিনিময়
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৩
নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো র্স্মাট বাংলাদেশ” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ্-২৩ উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহনে সোমবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বিষদ আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি। একই সঙ্গে দিনব্যাপী সারা উপজেলায় মৎস্য অফিসের উদ্যোগে সাধারন মানুষ ও মৎস্যচাষীদের জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ বিষয়ে সচেতনতামুলক প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় বিভিন্ন উন্নয়ন মুলক পদক্ষেপ বিষয়ক সাংবাদিকদের প্রশ্নের যথাযথ উত্তর দেন মৎস্য কর্মকর্তা। এসময় উপস্থিত অফিস সহকারী জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজাদ আলী, দিলদার হোসেন, উল্লাস হাজরা, আল-কারিয়া চৌধুরী ও জুয়েল শেখ সহ অনেকেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.