|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে:ছিলিম উদ্দিন তরফদার সেলিম এমপি
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৩
নওগাঁ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতট করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি আরো বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি গত শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খুরশিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন, ভীমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, সমাজ সেবক আব্দুল আজিজ, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ ওমর আলী সরদার সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম নবমির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৪/৭/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.