|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে র্যাবের হাতে ডাকাত সর্দার সহ আটক ৭
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৩
ফরিদপুরে র্যাবের হাতে ডাকাত সর্দার সহ ৭ ডাকাত অস্ত্র সহ আটক।এই সংক্রান্তে আজ সোমবার বিকাল চারটায় র্যাব ফরিদপুর ৮ ক্যাম্পের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জানা যায়,দীর্ঘদিন ধরে অস্ত্রধারী এই সন্ত্রাসী চক্রটি বিভিন্ন জেলায় ডাকাত, বোমাবাজ, চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে কাজ করে আসছে। সাম্প্রদায়িক রাজবাড়ী জেলায় আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে কয়েকটি ডাকাতি ঘটনা ঘটে। এই ঘটনাটার পরিস্থিতিতে জনমনে হুমকিস্বরূপ ভীতি সৃষ্টি করে। এর প্রেক্ষিতে ডাকাত দলকে আটকের জন্য র্যাব ফরিদপুর ক্যাম্প কার্যক্রম শুরু করে ।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৪ জুলাই) ২৩ইং তারিখ ভোর সাড়ে চারটায়
ফরিদপুর কোতয়ালী থানা পাইকান্দি গ্রামে মোঃ ফরিদ শেখ এর বাড়িতে এক দল ডাকাত ডাকাতি করছে । উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ভোর ৫ টায় এলাকায় অভিযান করে পলায়নরত অবস্থায় ১। মোঃ আলম হোসেন(৪৬) পিতা- মৃত তারা হোসেন, সাং-লক্ষ্মীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ফরিদপুর
২। মোঃ শফিকুল শেখ(৩৫) পিতা- ছানু শেখ, সাং-শিবরামপুর, থানা-কোতোয়ালি, জেলা-ফরিদপুর, ৩। মোঃ ওমর ফারুক(৩২) পিতা- মোঃ কাঞ্চন মিয়া সাং-মানিকদী থানা-ভাঙ্গা জেলা-ফরিদপুর ৪। মোঃ মুসা সিকদার(৪২) পিতা-মোঃ আলী শেখ, সাং-চর টেপাখোলা, থানা-কোতোয়ালি, জেলা-ফরিদপুর, ৫। মোঃ সবুজ মাতব্বর(২৪) পিতা- মৃত মোশারফ মাতব্বর, সাং-নিন্দুপুটি, থানা-সালথা, জেলা-ফরিদপুর, ৬। মোঃ শাহাদাত খান(২২) পিতা-মোঃ হাসান খান, সাং- ওরাকান্দা, থানা- সদর, জেলা-রাজবাড়ী ৭। মোঃ খোকা শেখ(৪৫), পিতা-মোঃ ইউনুস শেখ, সাং- সাদীপুর, থানা- কোতোয়ালি, জেলা-ফরিদপুরকে আটক করে।
এছাড়াও অভিযান পরিচালনাকালীন সময়ে সুজাত মাতব্বর নামের অপর এক জন পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের নিকট হতে ডাকাতির সরঞ্জাম ওয়ান শুটার গান-০২ টি।কার্তুজ-০২ টি।গরু-২টি ট্রাক- ০১টি নগদ টাকা-৮৪০/-।মোবাইল-০৭ টি।
সিম-১২ টি।রামদা -০১ টি।দা-০১টি।
ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি(চাকু, হাতুরি, রেঞ্জ, লোহার রড, ওয়ার কাটার উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ ডাকাতি, দস্যুতা, মারামারি, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে
উক্ত আসামিদেরকে ডাকাতি মামলা ও অস্ত্র আইন মামলায় ফরিদপুর জেলার কোতয়ালি থানায় হস্তান্তর করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.