|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে র্যাবের অভিযানে ২৭১০ পিস ইয়াবাসহ একজন আটক
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৩
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্ট্রোরেন্টের সামনে সোমবার ভোর রাতে র্যাবের অভিযানে ২৭১০ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সোমবার (২৪ জুলাই) র্যাব-১৪ এর অধিনায়ক এর নির্দেশক্রমে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলা পরিষদ সামনে গার্লস স্কুল রোডস্থ হোটেলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর পুত্র মোঃ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ (৩৪) আটক করে। ধৃত আসামীর কাছ থেকে সর্বমোট ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামীদেরকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে নান্দাইল মডেল থার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.