|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন" এই প্রতিপাদ্য সামনে রেখে, রবিবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হল রুমে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আজাহার আলী,
উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান সরদার, প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন,সহকারী কমিশনার ভূমি মোসা.জেসমিন আকতার,ধামইরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও অন্যান্য সম্মানিয় ব্যক্তিসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
গত ২০১৬ সাল থেকে সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। জাতিসংঘ ২৩ জুন করলেও বাংলাদেশ দিবসটি পালন করে ২৩ জুলাই। দিবসটি সরকারের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস পালিত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.