|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ,জাতীয় দৈনিক যায় যায় দিন,দৈনিক সুদীপ্ত চাঁদপুর,অনলাইন পপুলার বিডিনিউজের কচুয়া বুড়ো ইনচার্জ সাংবাদিক শান্তুু ধরের মায়ের তৃতীয় তম মৃত্যু বার্ষিকীর কাজ যথাযথ মর্যাদায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্পূর্ণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ব্রক্ষ্মণঠাকুরের মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। তার মা গত ১৬/৬/২০২০ইং রোজ-মঙ্গবার রাত ৯টা সময় বাদ্যকৃতজনিত রোগে অনেক দিন যাবত অসুস্থ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তিনি স্বামী,দুই মেয়ে ও এক ছেলে ও এক নাতি রেখে গেছেন।এদিকে সাংবাদিক শান্তুু ধরের বাবা শ্যামল কান্তি ধর কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও কচুয়া উপজেলার সংবাদপত্রের একমাত্র এজেন্ট। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তার সহধর্মিণী পুনম ধর নিশু,একমাত্র ছেলে নিশান ধর, বড় বোন,কাকলি পাল,জামাই রতন পাল,ছোট বোন প্রিয়াংকা সরকার,জামাই রিপন সরকার,শশুর চন্দন সরকার,রাধা সরকার,মানিক লোধ,দিপা লোধ।এছাড়াও আত্মীয় সজু দে,সুনিল নারায়ণ, দে,ভাগিনা ভাগনি,রুপা পাল,প্রলয় সরকার,অরপা পাল,পিথা সরকার,পূজা পাল প্রমুখ।
পরিবারের সকলে তার আত্মার স্বর্গ বাসির জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করছেন।
ছবিঃ কচুয়ায় সাংবাদিক শান্তুু ধরের মায়ের তৃতীয় তম মৃত্যু বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের একাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.