|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে ডাকবাংলা কল্যান সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
সোনাগাজীর ডাকবাংলার ব্যবসায়ীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে ভুমিকা রাখার উদ্দেশ্য নিয়ে কতিপয় যুবক ডাকবাংলা কল্যান সোসাইটি নামে একটি সমিতি গঠন করেন। ২০২১ সালে ৪৮জন সদস্য নিয়ে এই সমিতি গঠনের পর ২২ জুলাই (শনিবার) দ্বি-বার্ষিক সাধারণ সভা সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টস্থ হার্বি কাবাবে অনুষ্ঠিত হয়।
ডাকবাংলা কল্যান সোসাইটির সভাপতি মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন - সমিতির সহ-সভাপতি ডাঃ গাজী মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর দারুত তাওহীদ আল মাদানিয়ার শিক্ষক ও বিশিষ্ট ইসলামিক আলোচক মুহাম্মদ মুহাইমিন।
সভায় সর্ব সম্মতিক্রমে আবারও মোঃ আলাউদ্দিনকে সভাপতি ও আকবর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি ডাঃ গাজী মোহাম্মদ ইব্রাহিম, সহসম্পাদক আবদুল লতিফ ও কোষাধ্যক্ষ পদে মোঃ আবেদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসময় সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.