|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বইপড়া আন্দোলনের মাস ব্যাপী রোপন কর্মসূচীর উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বইপড়া আন্দোলনের উদ্যোগে সারা নান্দাইলের পাঠাগার সদস্যদের সমন্বয়ে এবং নান্দাইল প্রেসক্লাবের সহযোগিতায় মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিঃ ভাইস চেয়ারম্যান কবি সুফিয়া বেগম। এ উপলক্ষে শাখার সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি সমাজ সেবক জাকির হোসেন ভূইঁয়া, কালের কন্ঠ আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, সাংবাদিক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক রমজান আলী, মঞ্জুরুল হক, ফরিদ মিয়া, মহিলা সাংবাদিক আরএন শ্যামা প্রমুখ সাংবাদিকবৃন্দ। পরে নান্দাইল উপজেলার সদর খাদ্য গুদামের সামনে এবং বিকালে নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তার সামনে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে প্রতিজন নাগরিক ৩টি গাছের চারা রোপন করার আহবান করেন। বই পড়া আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেরুন ইসলাম ২শতাধিক গাছের চারা প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.