|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে ৬০পিচ ইয়াবা সহ রনি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নেউচ্চবিদ্যালয়ে কাছ থেকে ৬০ পিচ ইয়াবা সহ রনি নাম একযুবকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে দাকোপ থানার পুলিশ।
দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিক্তিতে , দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের দিক নির্দেশনায় দাকোপ থানার উপ-পরিদর্শক নুর মোহম্মদ শাহিদ, সহকারী উপ-পরিদর্শক রাজ কুমার দাশ,সহকারী উপ-পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল, সহকারী উপপরিদর্শক আনিচ,সহকারী উপ-পরিদর্শক সাত্তারের পরিচালনায় সঙ্গীয় ফোর্স নিয়ে
২১ জুলাই দিবাগত রাতে ১.৪৫ মিনিটের দিকে উপজেলার বাজুয়া গ্রামের মৃত আমিরুল হক বুলবুলের পুত্র হাবিবুর রহমান রনি(৩১) কে তার বাসার সামনের হতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
আটক করে।
দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক নুর মোহম্মদ
শাহিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা রনির বাসার সামনে হতে ৬০ পিচ মাদকদ্রব (ইয়াবা) সহ রনিকে আটক করি।এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক নূরমোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব নিয়ণ্ত্রন আইনে ১৮ নং মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে ২২.০৭.২৩ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে, দাকোপকে মাদক মুক্ত করবো, গেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান রনির নামে অতীতে মাদক মামলা আছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.