|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচর ভাইবোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারী থেকে ৬ লক্ষ টাকার মালামাল চুরি
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর একটি টেলিকম এন্ড মোবাইল গ্যালারীতে অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রুবার (২১ জুলাই) ভোরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার ভাইবোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।
দোকানের সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড থেকে জানা যায়, শুক্রুবার ভোরে টোকাই ছদ্মবেসে বস্তা নিয়ে ভাঙ্গারীর জিনিসপত্র কুড়ানোর অভিনব কৌশলে মহিলা চোরচক্রের কয়েকজন সদস্য মিলে উপজেলার লক্ষ্মীপুর বাজারে ভাইবোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানে এ চুরির ঘটনাটি ঘটায়। এসময় চোরচক্ররা দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ভাই বোন টেলিকম এন্ড মোবাইল গ্যালারি দোকানের সত্ত্বাধিকারী পাভেল মিয়া জানান, শুক্রবার ভোরে তার দোকানের সার্টারের তালা ও গ্লাস ভেঙ্গে অভিনব কৌশলে দুইজন মহিলা দোকানের ভিতর প্রবেশ করে সুকেশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এসময় আরো ৫-৬ জন মহিলা বাহির থেকে পাহারা দেয়। সাথে ৬-৭ বছরের একটি শিশুও ছিলো। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড থেকে চোর চক্রের ভিডিও দেখে তা নিশ্চিত হওয়া য়ায়। সিসি ক্যামেরায় তারিখ ও সময় সেটিং না থাকায় সঠিক সময় নির্ধারণ করা যায়নি।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে বিষয়টি দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.