|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের ৫ নং বিট এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) কুলিয়ারচর থানা এলাকার ৫ নং রামদী ইউনিয়ন এর আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় কুলিয়ারচর থানার ৫ নং বিট অফিসার মোঃ রাসেল আহমেদ এর সভাপতিত্বে মাদকদ্রব্য, কিশোরগ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জালনোটের বিস্তার, গবাদী পশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক/রেল দুর্ঘটনা রোধকল্পে সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ভৈরব সাকের্ল কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা, ৫ নং রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন। এছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, ব্যবসায়ী, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নাগরিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.