কচুয়া উপজেলার এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি শর্ট পিচ ডে- নাইট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় দোঘর তরুন স্পোটিং ক্লাব ও শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। পরে শ্রীরামপুর স্পোটিং ক্লাবের খেলোয়াররা চ্যাম্পিয়ান হন।
এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের সভাপতি মহিউদ্দিন সরকার রিপনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসান মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য ইকবাল মাহমুদ মুন্সী।
এসময় ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্টু, উপজেলা আওয়ামী স্বে”ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী,উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান তালুকদার,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার,আইয়ুব আলী মিয়াজী,নুরুল আমিন,মনির হোসেন মুন্সী,আবুল বাশার বা”চু,সফিকুল ইসলাম খান,সিদ্দিকুর রহমান প্রধান,ওমর ফারুক বেপারী,বাহউদ্দিন বাবু, ,সোহেল প্রধান,বোরহান উদ্দিন মিয়াজী,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম ফারুক ডন, সমাজসেবক হারুনুর রশিদ প্রধান,যুবলীগ নেতা মকবুল হোসেন প্রধান,আব্দুস সামাদ তালুকদার ও সোহেল প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার এনায়েতপুর খেলাঘর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি শর্ট পিচ ডে- নাইট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টে ক্রেস্ট গ্রহন করছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়।