|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জামায়াতে ইসলামের রাজনীতি করার কোনো অধিকার নেই: মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৩
পৃথিবীতে যারা স্বাধীনতা বিরোধী কথা উচ্চরণ করেন তাদের রাজনীতি করার অধিকার নাই তাই বাংলাদেশেও জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার দুপুরে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন ধামরাই উপজেলার বেসামারিক প্রধান মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর উজ জামান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্ল্যার শোক সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসময় আরও বলেন,জামায়াত যুদ্ধাপরাধী রাজনৈতিক দল তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই তারা মুক্তিযুদ্ধের সময় দেশের নিরিহ মানুষকে হত্যা করেছে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাথে আছে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের সম্মেলন করা হবে বলেও বলেন তিনি।
এসময় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.