|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাউজান প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে লায়ন সাহাবুদ্দিন আরিফ: বৃক্ষ মানব জীবনের
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৩
যীশু সেন, বিশেষ প্রতিনিধি : বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ মানব জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আমাদের জীবন ও জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। বৃক্ষ সমগ্র প্রাণীকুলের খাদ্যের যোগান দেয়। প্রাণীজগৎকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে এবং বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে প্রতিটি উপজেলা জুড়ে ৫ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই মঙ্গলবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ উপরোক্ত অভিমত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক লোকমান আনসারী, সিনিয়র সদস্য কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সদস্য রায়হান ইসলাম, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, শিক্ষক সত্যরঞ্জন দাশ, নেপাল কর প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.