|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বরেন্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৩
ময়মনসিংহ জেলার নান্দাইলের তদানিন্তন জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী সাহেবের ২য় পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী ১৯৪৬ সালে ৪ আগষ্ট ঐতিহ্যবাহী বাহাদুরপুর হাউজে জন্মগ্রহণ করেন। তিনি পরিনত বয়সের প্রারম্ভেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং ১৯৬৪ সালে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের বিডি মেম্বার নির্বাচিত হন এবং আইয়ুব বিরোধী আন্দেলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন ও পরিবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নান্দাইল থানা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বি এন পি প্রতিষ্ঠার লক্ষ্যে অবদান রাখেন এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে ১ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ধারাবাহিকভাবে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আমৃত্যু বাংলাদেশে জাতীয়তাবাদী দল বি এন পি'র জাতীয় কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ (উত্তর) জেলা বি এন পির আহবায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যপক উন্নয়ন করেছেন এবং অসংখ্য মসজিদ মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ২০২১ সালের ১৭ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুররম খান চৌধুরী'র স্ত্রী মিসেস হাসিনা খান চৌধুরী একজন সমাজ সেবিকা এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। তার একমাত্র মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় ফেডারেল গভর্ণমেন্ট এর এ পি এস হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এক মাত্র পুত্র জনাব নাসের খান চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন এবং নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।মরহুম খুররম খান চৌধুরী'র তিন নাতনী ও এক নাতি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সুনামের সাথে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় মরহুমের পরিবার ও শুভাকাংখীবৃন্দ দেশবাসীর কাছে
দোয়া চেয়েছেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.