|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম, তবে কাঁচা মরিচেটর দাম আগুুন
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৩
পেঁয়াজের আমদানির বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজ পাইকারী বাজারে কেজিতে ২৩ থেকে ২৬ টাকা কমেছে । এতে স্বস্তি ফিরেছে নিম্মআয়ের মানুষের । এদিকে কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম ২৪০ থেকে ২৮০ টাকায় আটকে আছে । দুই দিনের ব্যবধানে আবারও কেজিতে বেড়েছে ৬০ টাকা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ ধরে ২৪০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
এদিকে ভারতীয় পেঁয়াজ পাইকারীতে ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আমদানি বৃদ্ধি পাওয়ায় কারনে দাম কমতে শুরু করছে। আমদানির পর থেকে ৫০ থেকে ৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রয় হচ্ছে ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজের দাপটে দেশীয় পেঁয়াজ বাজার থেকে উধাও হয়েছে। বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। তবে কয়েক দিনের মধ্যে ২০ থেকে ২২ টাকা কেজিতে নামে আসবে পেঁয়াজের দাম।
অপরদিকে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ দৈনিক বাংলার অধিকার কে জানান, কাঁচা পণ্য সকালে বাড়ে,বিকেলে কমে যায় ।আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। কিন্তু সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।
দুই দিন আগে কাঁচা মরিচ ১৮০ টাকা থেকে ২২০ কেজি দরে বিক্রয় হয়েছে। আজ সেই কাঁচা মরিচ ২৪০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রয় করছি। কেজিতে বেড়েছে ৬০ টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমে আসবে। বাজার তদারকি করা হলে সবকিছুর দাম কমে আসবে বলে জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.