|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৭ আসামির গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের সামনে অনশন কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচিতে ১৭ এজাহারভুক্ত আসামির গ্রেপ্তার, দ্রæত বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক মাসুদ উল হাসান, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন প্রমুখ।
দুপুর দেড় টার দিকে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে সকল সাংবাদিককে অনশন ভাঙতে অনুরোধ করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
পরে দুপুর ২ টায় মেয়র নজরুল ইসলাম সওদাগর ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও বাংলানিউজ টোয়েন্টি ফর ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.