|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ সাংবাদিকের পরিচয়ে চাঁদাবাজি ও ভূমি জবরদখল দস্যুতার অভিযোগ!!!!!
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে এবার সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি দস্যুতার অভিযোগ করা হয়েছে। কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে প্রকাশ্যে পরকীয়ারও অভিযোগ রয়েছে।
উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে নুর মোহাম্মদ বাবু অভিযোগ করেন যে, তাদের বাড়ির সামনে মুদিখানার দোকান রয়েছে। সে দোকান সংলগ্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের পাকা সড়কের জায়গায় চকগোবিন্দ গ্রামের ইউসুফ আলীর দুই ছেলে আবু বক্কর সিদ্দিক ও সাহেব আলী এবং অন্য একজন ঢোকের দোকান পরিচালনা করেন। পরকীয়ার কারণে ভূঁইফোর সাংবাদিক বরুন মজুমদার প্রায়ই একটি ঢোকের দোকান নুর মোহাম্মদের জায়গায় স্থাপন করার হুমকি দিয়ে আসছিল। গত ৩০ মে বিকেলে বরুন মজুমদার তার সঙ্গীদের নিয়ে সেখানে জোড় করে ঢোকের দোকান স্থাপন করতে যায়। নুর মোহাম্মদ এতে বাধা দিলে বরুন ও তার সহযোগীরা তাদেরকে নানান হুমকি দেয়। এ ব্যাপারে ওই দিনই নুর মোহাম্মদ থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরদিন পুলিশ থানায় বসে বিষয়টি মিমাংশার ব্যর্থ চেষ্টা চালায়।কিন্তু মঙ্গলবার (১১ জুলাই) নুর মোহাম্মদ জানতে পারেন যে, উল্টো নুর মোহাম্মদ, তার মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে, স্ত্রী ও মায়ের বিরুদ্ধে হাসুয়া নিয়ে বরুনকে হুমকি দেয়ার অভিযোগে ওই তারিখেই থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে। আদালত থেকে পুলিশকে সেটার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি জানার পর মঙ্গলবার নুর মোহাম্মদ ঘটনার বিষয়ে আবার একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করেন। জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, বরুন মজুমদারের পরকীয়ার বিষয়টি এখন মহাদেবপুরে ট্যক অব দ্য টাউনে পরিণত হয়েছে। কয়েক দিন থেকে তাদের একটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরআগে তার মদ্যপানের ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এ ছাড়া তার বাড়ির কাজের মেয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। থানা পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দেয়। কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলাটি আপোশ করা হয়। স্থানীয়রা ভাইরাল হওয়া কথিত সাংবাদিকের ভূমি দস্যুতা, অশ্লীলতা ও সমাজবিরোধী কাজের বিচার দাবি করেন।
বিষয়গুলো জানতে মোবাইলফোনে বরুন মজুমদারের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.