|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুবাই কনসুলেট এ জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৩
বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব;) জেনারেল আহসান হাবিব খান/
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন,এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় বসবাসরত প্রবাসীরা।
এ সময় স্বাগত বক্তব্যে বিএম জামাল হোসেন বলেন, দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসীদের জন্য একটি স্মরণীয় দিন হিসানে থাকবে।
দীর্ঘদিন যাবৎএই অভিযোগ ছিল,তার অবসান আজ হলো।
প্রবাসে জাতীয় পরিচয় পত্র পাওয়া ও দেশেট উন্নয়নের একটি ধাপ, তারই ধারাবাহিকতায় আজ ৯৪ জনকে স্মার্ট কার্ড প্রদান করে এই কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি আরো বলেন, উত্তর আমিরাতের ৬ টি স্টেটে দুবাই কনসুলেট সেবা প্রদান করবে। এতে প্রবাসীদের কষ্ট লাগব হবে।
বিশেষ অতিথি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, প্রবাসে আজকের দিনটি "রেড লেটার ডে", বিশেষ গুরুত্বপূর্ণ দিন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জানান।
তবে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে সক্রিয় থাকবেন, তারা যেন আমাদের দেশের নাগরিকত্ব না পান।
তিনি আরও বলেন, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীরা অংশ গ্রহণ করতে পারেন ও ভোট দেয়ার সুযোগ পেতে পারেন।
স্মার্ট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন - দুবাইয়ে সকল প্রবাসী বাংলাদেশিদের এন আইডি কার্ডের আওতায় আনা হবে, কাউকে বাদ দেয়ার হবে না,
যারা বাংলাদেশের নাগরিক তারাই পাবেন এই সুবিধা পাবেন বলে জানান
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.