|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রাজধানীর প্রবেশমুখে হঠাৎ পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৩
রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে তল্লাশী চৌকি বসিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার,বিরুলিয়া মিরপুর ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের মড়াগাং এলাকায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ এ তল্লাশী চৌকি বসিয়েছেন।
এদিকে মহাসড়কে তল্লাশীর কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে তীব্র যানজটে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। অনেকেই পায়ে হেটে মাইলকে মাইল পারি দিয়ে গন্তব্যে পৌছাছেন। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,বিএনপি নেতাকর্মীরা নাশকতা করতে পারে এমন তথ্য তারা মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন চেক করছেন যাতে করে কেউ নাশকতা করতে না পারে।
এদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সাভারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.