|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে সমাজ সেবিকা রুমানা হকের ব্যতিক্রমী আয়োজন
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৩
মানুষ মানুষের জন্য সেবা করাই তার লক্ষ্য জয় হক মানবতার""সক্ষমতা-অক্ষমতার বিচার নয় এসো মিলি প্রানের টানে"" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশিষ্ট সমাজ সেবিকা রুমানা হকের উদ্যােগে সমাজের বাক্, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেন।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের প্রতিষ্ঠান হল্যান্ড চিল্ড্রেন হাউসে প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং তাদের কর্মক্ষম গড়ে তুলার লক্ষে তাঁদের কে নিয়ে এই মহতি উদ্যোগের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক যিনি সমাজে দানবীর নামে স্বানামের সাথে সমাজে পরিচিতি লাভ করেছেন। তাঁর সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবিকা রুমানা হকের এই মহান উদ্যােগের কারনে অনুষ্ঠানে উপস্থিত ছোট বড় সকলের মাঝে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় রুমান হক প্রতিবন্ধীদের সকলের আশা-আকাঙ্ক্ষার কথা শুনেন এবং তাদের মাঝে সাহসিকতা মনোভাব গড়ে তোলার আহবান জানানোর পাশাপাশি তাদেরকে সকল ধরনের সহায়তা,সহযোগিতার প্রতিশ্রুতির প্রদান করেন। পরে তাদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশ সহ বৃক্ষ রোপন, নাচগান, খেলা দোলার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক,তিনি সকলের মাঝে গিয়ে তাদের চাওয়া পাওয়া,সুবিধা অসুবিধার কথা শুনেন। এবং তাদের সাথে আনন্দময়গন উপভোগ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.