|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের ইন্তেকাল
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৩
নেত্রকোণা – ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত তিন তিনবারের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) গত মঙ্গলবার ,১১ জুলাই ,ভোর সাড়ে চারটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।খবর বাপসনিউজ ।
তার ব্যাক্তিগত সহকারী তোফায়েল আহমেদ বাপসনিউজকে জানান, এমপি রেবেকা মমিন দীর্ঘদিন যাবৎ কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রেবেকা মমিন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম বার এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ ও ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন। তার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি এলাকায়। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেবেকা মমিন সাবেক সংসদ সদস্য ও প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী। তার প্রথম জানাজা ঢাকা ধানমন্ডি তিন নাম্বার রোডের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি নিজ বাড়িতে বিকাল ৬টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।রেবেকা মমিন এমপি”র মূত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষথেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুলধারার রাজনীতিক এমএ সালাম, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বৃহতর চট্টগ্রাম আওয়ামী ফোরাম আমেরিকার সভাপতি ফজলুল কদের চৌধুরী আদর,সহ সভাপতি সু্যফুল করিম ও সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মিঠু,নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি ওসমান গনি,সহ সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারন সম্পাদক সুহাস বডুয়া হাসু, যুক্তরাষ্ট্রস্হ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স’১৯৭১ ইউএসএ -এর সভাপকি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইন ,বোয়ালখালী উপজেলা সমিতি অব আমেরিকার সভাপতি খুরশেদ খন্দকার ,আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমান মিলন,দেলওয়ার মানিক,জাহাংগীর কবির,গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধুরী,মোঃনাজের,নাজিম উদিদন,নবী চৌধুরী,শাহজাহান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা ও রুমো চৌধুরী প্রমুখ ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.