|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে সীমানা পিলার চক্রের মুলহোতা রশিদ গাজী আটক
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২৩
খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী
মধ্যপাড়া এলাকা থেকে সীমানা পিলার চক্রের মুল হোতা আটক।ঘটনার সাথে জড়িতআরওতিনসক্রিয় সদস্য পালিয়ে গেলেও তাদের বিরুদ্বে একটি মামলা হয়ছে।
দাকোপ থানা সুত্রে জানাযায় দাকোপ থানাপুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল বার দিবাগত রাতে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামে আবুতালেব গাজীরপুত্র রশিদ গাজী(৪৮),হালিম শেখের পুত্র মোঃআল আলআমীন শেখ (৩০),মৃত বণমালী মন্ডলের পুত্র অসিম মন্ডল(৩৫)মৃত অনন্ত মন্ডলেরপুত্র কিরন মন্ডল (২৩) পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিকুল গাজী নামে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের সক্রিয় দল আলআমীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেঁচা করছে।গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার উপ-পরিদর্শক বিজয় কৃষ্ণ কর্মকার, আজমীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মোল্লা নাইমুর,রফিকুল,ইসমাইলের সহযোগীতায় ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্হল হতে সীমানা পিলার সহ রশীদ গাজীকে আটক করে।পুলিশের উপস্হিতি টের পেয়ে অপর কয়জন পালিয়ে যায়। রশিদ গাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবত এই চক্রের সাথে এই ব্যবসা করে আসছে বলে জানায়। এ ব্যাপারে দাকোপ থানায় একটি দায়ের হয়েছে যার নং -১০। ধারা ৪২০/৪০৬।এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের বিরুদ্বে থানায় মামলা হয়েছে। আটক রশিদ গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.