|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে বিভিন্ন ফেসবুকে মিথ্যা বানোয়াটের বিরদ্ধে প্রতিবাদ
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৩
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, খতিব নিয়ে বিভিন্ন ফেসবুকে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার ১০ জুলাই সন্ধ্যায় কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ
সিরাজুল ইসলাম আখন এর ভাই বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন আখন, ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম সহ স্থানীয় মুসুলি ও এলাকাবাসী এই গুজবের বিরদ্ধে প্রতিবাদ করেন।
কাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী সিরাজুল ইসলাম আখন ও সেক্রেটারি ওসমান গনি তপদার বলেন অনলাইন ব্যবহারকারী ও সাংবাদিক এবং হাইমচর জনগণের একাংশ, আপনারা ইতিমধ্যে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের দায়িত্বে যে সকল শর্তাবলী আরোপ করা হয় তাহা সম্পূর্ণ অসত্য মিথ্যা বানোয়াট। বিবরণে শর্তাবলী মসজিদ কমিটি কর্তৃক সম্মানিত ইমাম সাহেবকে ইতি মধ্যে দেওয়া হয় নাই। বরং তিনি তার দায়িত্বে থাকা বিভিন্ন ওয়াক্তের নামাজ বিগত দিনগুলোতে অনুপস্থিত থেকেছেন। তবে তাহাকে এই ব্যাপারে ও কোনো শর্তাবলী বর্তমানে আরোপ করা হয় নাই। বরং মসজিদ কমিটি বর্তমানে দ্রব্যমূলের বৃদ্ধির কারণে ইমাম সাহেবের বেতন বৃদ্ধির ব্যাপারে কমিটির সিদ্ধান্ত হওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। অথচ তিনি উল্টো কমিটিকে হও প্রতিপন্ন করার লক্ষ্যে জুমার দিন মসজিদে মিম্বারে খোদবায় কালে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। যাহা নিয়ম-নীতির পরিপন্থি বলে মনে করি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.