|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৩
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরনী অনুষ্ঠিত হয়েছে ।আজ মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে এই লিফলেট বিতরন কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ সময় মেয়র বলেন, ডেঙ্গু একটি ভয়ানক রোগ, এ রোগ কি ভাবে হতে পারে কি ভাবে এর প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে নিজেদের পাশাপাশি অন্য সবাইকে সর্তক করতে হবে। সমাজের যে কোন দুর্যোগ মোকাবেলায় ছোট বড় সবাইকে এগিয়ে আসতে হবে,একে অপরকে সহযোগিতা করতে হবে। তাহলেই যে কোন খারাপ পরিস্থিতি মোবাবেলা করা সম্ভব, একের পক্ষে কোন কিছুই করার সম্ভব না।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌরসভার সচিব তানজিলুর রহমান,পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা আক্তার টুটু,নাহার জোবায়ের কনা,পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সম্পাদক আলেয়া বেগম কোষাধ্যক্ষ এবিএম নজরুল ইসলাম শাহিন,প্রচার সম্পাদক তানিয়া ইসলাম,নির্বাহী সদস্য আরিফ ইসলাম,মনোয়ারা বেগম,ফারজানা মোর্শেদ মিতা, উপদেষ্টা সদস্য মিজানুর বিশ্বাস টুটুল প্রমুখ।এ সময় তাঁরা শহরের বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধ ও করনীয় বিষয়ে সচেতনার পাশাপাশি লিফলেট বিতরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.