|| ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঈদুল আজহায় ঢাকা থেকে গ্রামে আসা রোগীর সংখ্যাই বেশী। তবে ঢাকায় না গিয়েও গ্রামের বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আযহার পর থেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।১০.০৭.২৩ইং তারিখ রোজ সোমবার বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে ৬নং কনকদিয়া ইউনিয়নের আরিফ হোসেন নামের এক রোগী বলেন, ঢাকায় থাকাকালীন আমার জ্বর হয়। প্রথমে বুঝতে পারিনি আমার ডেঙ্গু হয়েছে। পরে বাড়ি আসার পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এখন আমি কিছুটা সুস্থ। এদিকে ১৫নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের বেশ কয়েকজন রোগী ঢাকায় না গিয়েই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে ওই এলাকার মানুষের মধ্যে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী সিদ্দিকুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে হবে। এছাড়া ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণের অনুরোধ জানিয়েছেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.