|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নৃত্যরূপ একাডেমির বর্ষপূর্তিতে নৃত্যানুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৩
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :"নৃত্যের তালে তালে নটরাজ, ঘুচাও সকল বন্ধ হে" গত ৭ জুলাই শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে নৃত্যরূপ একাডেমির ৩য় বর্ষপূর্তিতে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অবসরপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং ওড়িষি নৃত্যশিল্পী বেনজীর সালাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চীফ অব ফ্লোর এন্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমাদ্রি বড়ুয়া হিমু।
নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত বেবী এবং নৃত্যশিল্পী স্বপন দাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাট্যশিল্পী কঙ্কন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ওড়িশি ধারার নৃত্য ‘বটু' পরিবেশন করে নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীরা। এছাড়া তিন জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নৃত্যরূপ একাডেমির পরিচালক নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া আরেকটি ওড়িশি নৃত্য 'জটাবি' পরিবেশন করেন। বক্তব্য ও সম্মাননা পর্বের পর নৃত্যরূপের শিক্ষার্থীরা দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন- মেঘ, দেবস্মিতা, আরাধ্যা-১, মিথিলা, নিসু, রাজশ্রী, উৎসা, শ্রেয়সী, অন্বেষা-১, হৃদিকা, শৈত, মৃদু, অর্ণা, রক্তিমা, অন্বেষা-২, অম্বিকা, উৎপত্তি, ঋদ্ধি, আরাধ্যা-২, নাজিবা, অত্রি, ফৌজিয়া, পুষ্পিতা, সূচনা, ঐন্দ্রিলা, পুনম, সম্প্রীতি, তনুশ্রী, মৃত্তিকা, পূর্ণতা, তারা, প্রাপ্তি, তুষি-১, এশা, শ্রাবণী, তুষি-২, কথা, আরশি, পূর্বা, শশী, প্রাপ্তি, আদ্রিতা, প্রিয়ম, সুষ্মিতা, অর্কিড, সংগীতা, প্রাচী, জয়া, ঐশী, অত্রি, পূজা, অন্তর ও প্রিয়াংকা।
উদ্বোধনী বক্তব্যে লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, 'নৃত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। সাধনার বিষয়। আমাদের সন্তানরা নৃত্য চর্চা, অন্যান্য সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলায় যুক্ত থাকলে বিপথগামী হবে না। মননে-চেতনায় শুদ্ধ মানুষ হয়ে গড়ে উঠবে।'
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.