|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের মধুপুরে পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের মধুপুরে ঔষধ কোম্পানির কভার্ড ভ্যানের চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মুক্তিযোদ্ধা অফিসের সামনে।
নিহত রহিমার বাড়ি উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। তিনি ওই গ্রামের আজাহার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সাথে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলায় নিকটাত্মীয়র মৃত্যুবার্ষিকীর দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। তারা মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি মোটর সাইকেল রহিমাকে বহনকারী মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় রহিমা তার মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পাশ দিয়ে এগিয়ে চলা জেন্ট্রি ফার্মাসিউটিক্যালের কভার্ডভ্যানেরর চাকার নিচে পড়ে গেলে এদূর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যেই রহিমা বেগমের মৃত্যু হয়।
মধুপুর থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঔষধ কোম্পানির কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.