|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনা জেলা পর্যায়ে শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৩
খুলনা জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতাপ্রতিযোগিতায়
শীর্ষ স্হান দাকোপের স্কুল শিক্ষার্থীদের।
দাকোপ উপজেলার গৌরবময় স্হান আর্য হরিসভা মন্দিরখুটাখালী বাজুয়ায় এখানেই গীতাপাঠ চর্চা করেন শিক্ষার্থীরা। ৭ জুলাই শুক্রবার খুলনার শ্রীশ্রী শীতলা মন্দিরে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খুলনার দাকোপের ক্ষুদে শিক্ষার্থীরা "ক" ও "খ" বিভাগে শীর্ষ স্থান লাভ করেছে।"ক" বিভাগ থেকে দাকোপের উচ্ছ্বাস রায়(বন্ধন) ১ম স্থান অধিকার করেছে। উচ্ছ্বাসের বাড়ি খুটাখালি বাজার, দাকোপ। গর্বিত পিতা তপন কুমার রায় ও গর্বিত মা মনিকা রায়ের (স্বাস্থ্য কর্মী) মেধাবী সন্তান উচ্ছ্বাস রায়। একই এলাকার স্থানীয় গর্বিত পিতা তপন রায়(শিক্ষক) ও গর্বিত মাতা রত্না রায়ের (শিক্ষিকা) মেধাবী কন্য অনুদিতা রায় "ক" বিভাগ থেকে ৩য় স্থান অধিকার করেছে।
"খ" বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন গর্বিত পিতা সহ: অধ্যাপক হেমন্ত কুমার বৈদ্য ও গর্বিত মা মঞ্জু রায়ের মেধাবী সন্তান প্রিতম বৈদ্য। প্রিতমের বাড়ি বাজুয়া, দাকোপ। এছাড়াও খুটাখালি বাজারের গর্বিত পিতা সহ: অধ্যাপক শ্যামল অধিকারী ও গর্বিত মা শিবানী মন্ডলের (শিক্ষিকা) সন্তান শ্রীধর অধিকারী " খ" বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করেছে।প্রতিযোগিতায় ৩য় থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা "ক" বিভাগ এবং ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা "খ" বিভাগে প্রতিযোগিতা করে। এতে খুলনার মোট ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সর্ব প্রথম লিখিত পরীক্ষা ও পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪ জন বিচারকের মুল্যায়ন প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতিয় স্হান নির্ধারণ করা হয়।
সভাপতিত্ব করেন জেলা পর্যায়ে গীতা প্রতিযোগিতা কমিটির আহবায়ক এ্যাড: নিমাই চন্দ্র রায় এবং শুভ সূচনা করেন জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.