|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান পাটওয়ারী’র গেজেট প্রকাশ হওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৩
হাইমচর উপজেলার সাবেক সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগ, সাবেক সভাপতি উপজেলা যুবলীগ, সাবেক সভাপতি দক্ষিণ অঞ্চল ছাত্রলীগ সাবেক সদস্য সচিব হাইমচর উপজেলা আওয়ামী লীগ, সাবেক সভাপতি উপজেলা যুবলীগ, সাবেক সভাপতি চাঁদপুর দক্ষিণ অঞ্চল ছাত্রলীগ ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারীর বাবা
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান পাটওয়ারী'র গেজেট প্রকাশ হওয়ায় পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (২০২২ সনের ১৫ নং আইন) এর ৬ (খ) ধারা অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা Rules of Business 1996 এর Schedule 1 (Allocation of Business) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৬তম সভার আলোচ্যসূচি ০৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট আকারে হাইমচর উপজেলার ২ নং আলগী উঃ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান পাটওয়ারীর নাম প্রকাশ করেন। গেজেট নং ৩৭২৯।
৫ জুন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখায় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (গেজেট) মোহাম্মদ রেহান উদ্দিন এই প্রজ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান পাটওয়ারী মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে তাদের বাড়িতে মুক্তিযুদ্ধা ট্রেনিং ক্যাম্প ছিল। তার বড় ভাই মফিজুর রহমান পাটওয়ারী ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান পাটওয়ারী কে গেজেট ভুক্ত করায় পরিবারের পক্ষ থেকে তার ছেলে ২ নং আলগী উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.